১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের পোস্টার ডিজাইন ২০২১

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নিয়ে এলাম বিশেষ শুভেচ্ছা পোস্টার ডিজাইন

১৬ ডিসেম্বর পোস্টার ডিজাইন


১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস

আজ বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করছে। বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের এক গৌরবময় দিন ১৬ ই ডিসেম্বর। এদিনে বাঙালি জাতি তার দেশমাতৃকাকে তৎকালীন পাকবাহিনীর কাছ থেকে মুক্ত করে। এ স্বাধীনতা একদিনে আসেনি যেতে হয়েছে কত রক্ত করতে হয়েছে কত লড়াই।


১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রেক্ষাপট

প্রায় ২০০ বছরের ইংরেজ শাসনের অবসানের পর যখন ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। তার মধ্যেই ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীজ বোনা। ইংরেজদের কাছে শোষিত হয়ে হয়ে বাংলার মানুষ প্রতিবাদ করতে শেখে। তারপর হাত বদলিয়ে শাসন চলে যায় পাকিস্তানি দের কাছে। ইংরেজির মত তারাও শুরু করে শাসন-শোষণ। বাঙালিরা প্রথম রক্ত দেয় মাতৃভাষার জন্য। তারপর বুঝতে পারে পাক শাসক গোষ্ঠী সব সময় বাঙ্গালীদের দাবিয়ে রাখার চেষ্টা করবে। ২৩ বছরের পাকিস্তানের শাসন বাংলার মানুষ মুখ বুজে সহ্য করে। বাংলা মানুষ চেয়েছিল শুধু তাদের নিজেদের অধিকার‌। কিন্তু পাক শাসক গোষ্ঠী তাদের ক্ষমতার বলে এদেশের মানুষের উপর চালাতে থাকে নির্যাতন ও শোষণ। বাঙালির করের টাকায় কেনা অস্ত্র তাদের বিরুদ্ধেই ব্যবহার হতে থাকে। সর্বশেষ ঊনসত্তরের নির্বাচনে বাঙালিরা যখন বিজয় অর্জন করে তখন পাক শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের নামে তালবাহানা শুরু করে। অনেক বৈঠক আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের কোনো সুরাহা মেলে না। সর্বশেষ সাথে মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। এরপর ২৫ শে মার্চ কালো রাতে ঘুমন্ত নিরীহ নিরস্ত্র বাঙালিদের ওপর পাকবাহিনী চালায় বর্বর হত্যাযজ্ঞ। বাঙালিরা শুরু করে প্রতিরোধ। 


অবশেষে বিজয় আসে

দীর্ঘ নয় মাসের যুদ্ধের পর অবশেষে বিজয় আসে। কিন্তু এই বিজয়ের পথ ছিলনা নির্মল। পাকবাহিনী দেশের সকল অবকাঠামো ধ্বংস করে দিয়েছিল। বিজয় ঠিক দু'দিন আগে ১৪ ডিসেম্বর এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করে দেওয়ার চেষ্টা করে হানাদার বাহিনী। এরা মাসে শহীদ হয় ৩০ লক্ষ বাঙালি। চারদিকে শুধু লাশ আর লাশ। সেই লাশের উপর এসে দাঁড়ায় ১৬ ই ডিসেম্বরের বিজয়। 


১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল শহীদদের প্রতি রইল "AS Android" পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের ছোট্ট আয়োজন। আপনাদের জন্য নিয়ে এলাম বিজয় দিবসের পোস্টার ডিজাইন free plp file for pixellab. পোস্টার ডিজাইন এর plp file ডাউনলোড করে আপনার মত করে ব্যবহার করতে পারেন। ব্যবহারে কোন রুপ সমস্যা হলে বিজয় দিবসের পোস্টার ডিজাইন শিরোনামের ভিডিওটি দেখে নিন। 

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

আপনি চাইলে বিজয় দিবসের পোস্টার ডিজাইনটি ডাউনলোড করে নিজের মত ইডিট করে ব্যবহার করতে পারেন।  

File Details 


Design Code : #AS006

Formate: .PLP

Useable app: Pixellab 

File size: 02 MB

Colour: RGB

Print Ready: Yes

Costomize Price: 25BDT

Designer: AS Android 


Post a Comment

1 Comments

  1. ইমরান হাসান সেখ ইয়াছিন

    ReplyDelete