নির্বাচনী পোস্টার ডিজাইন | plp file for pixellab

মোবাইল দিয়ে নির্বাচনী পোস্টার ডিজাইন Download free plp file for pixellab

নির্বাচনী পোস্টার ডিজাইন


বাংলাদেশের নির্বাচন

অন্যান্য উৎসবের মতো এক উৎসবরেনাম নির্বাচন। বাংলাদেশের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় প্রতিটি নির্বাচন। নির্বাচন এলেই চারদিকে যেন সাজসাজ রব ওঠে। নির্বাচন শুরু হওয়ার অনেক আগ থেকেই প্রার্থীরা শুরু করে প্রচার প্রচারণা। নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার পর পরই শুরু হয় নির্বাচনী প্রচার-প্রচারণা। দলীয় মনোনয়ন পেল যারা প্রাপ্তির খুশির শেষ নেই। তারপরও অনেকেই আবার বিদ্রোহী প্রার্থী হিসেবে শুরু করে নির্বাচনী প্রচারণা। নির্বাচনের চারদিকে ছেয়ে যায় পোস্টার ব্যানার ফেস্টুনে।

নির্বাচনের আদ্যোপান্ত

স্লোগান স্লোগানে মুখরিত হয় পথঘাট। পছন্দের প্রার্থীকে জেতানোর জন্য কর্মীরা দিনরাত পরিশ্রম করে। প্রার্থীর বাড়িতে এই আয়োজন করা হয় কখনো খাবার-দাবারের। নির্বাচনের আগের দিন বিভিন্ন প্রার্থীর কর্মীরা নির্বাচনের বিভিন্ন কেন্দ্র পোস্টারে চাপিয়ে দেয়। যেদিকে চোখ যায় সেদিকে শুধু পোস্টারের সমারোহ। আজকাল নির্বাচনের সেই আমেজটা নেই বললেই চলে। নির্বাচনকে কেন্দ্র করে অনেক আগ থেকেই প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেন। পহেলা বৈশাখ: বাংলা নববর্ষ,  ইংরেজি নববর্ষ, মাহে রমজান, পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল আযহা সহ বিভিন্ন বিশেষ দিনে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণার জন্য শুভেচ্ছা পোস্টার তৈরি করে থাকেন।

নির্বাচন এলেই ফটোকপির দোকান গুলোতে পোস্টার ছাপানোর ভিড় দেখা দেয়। চাইলে আমাদের নির্বাচনের পোস্টার ডিজাইন এর free plp file ডাউনলোড করে আপনার পোস্টার ডিজাইনের জন্য ব্যবহার করতে পারেন। ডিজাইন টি ব্যবহার করতে কোনরূপ সমস্যার সম্মুখীন হলে নির্বাচনী পোস্টার ডিজাইন শিরোনামের ভিডিওটি দেখে নিন।

 ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আপনি চাইলে নির্বাচনের পোস্টার ডিজাইনটি ডাউনলোড করে নিজের মত ইডিট করে ব্যবহার করতে পারেন।  

File Details 

নির্বাচনী পোস্টার ডিজাইন

Design Code : #AS004

Formate: .PLP

Useable app: Pixellab 

File size: 24 MB

Colour: RGB

Print Ready: Yes

Costomize Price: 25BDT

Designer: AS Android 

Post a Comment

2 Comments

  1. ইমরান হাসান সেখ ইয়াছিন

    ReplyDelete
  2. জাহাঙ্গীর আলম

    ReplyDelete