পহেলা বৈশাখের পোস্টার ডিজাইন plp file
সবাইকে বাংলা নববর্ষ ১৪২৮ এর শুভেচ্ছা শুভ নববর্ষ।
পহেলা বৈশাখের ইতিহাস
মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় সম্রাটরা হিজরী পঞ্জিকা অনুযায়ী খাজনা আদায় করতেন। হিজরী পঞ্জিকা চাঁদের উপর নির্ভরশীল, তাই খাজনা আদায় অসঙ্গতি দেখা দিতো। কৃষকের ঘরে ফসল না উঠতেই তাদের খাজনা পরিশোধ করতে হতো । এই অসঙ্গতির দূর করার জন্য প্রথম নতুন করে বাংলা সাল গণনা করা শুরু হয় ১৫৮৪ খ্রিস্টাব্দে। তবে সম্রাট আকবরের সিংহাসনে আরোহনের পর এ সাল গণনা পুরোপুরি ভাবে কার্যকর হয়। তখনকার দিনে চৈত্র মাসের শেষ দিনে কৃষকরা সকল খাজনা পরিশোধ করতে বাধ্য থাকবেন এবং ভূমির মালিক গন পরদিন তাদের মিষ্টান্ন বিতরণ করতেন। সে উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। পহেলা বৈশাখের বিষয় ঘটনা ছিল হালখাতা। হালখাতা বলতে মূলত নতুন করে খাতা তৈরি করাকে বোঝানো। দোকান মালিকরা তাদের পুরাতন খাতার বাকি বকেয়া চুকিয়ে নতুন খাতা খুলতে। সে উপলক্ষে তারাও অনুষ্ঠানের আয়োজন করতেন বিতরণ করতেন মিষ্টান্ন।
সমসাময়িক পহেলা বৈশাখ
বর্তমানে মোগল আমলের খাজনা পরিষদের রীতি না থাকলেও তখনকার মতো হালখাতা এখনো বিদ্যমান। দোকানদাররা এখনো বৈশাখেই নতুন খাতা খোলেন। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজন করা হয় বৈশাখী মেলার। বাংলা নববর্ষ পালন করা হয় বাংলাদেশসহ বিভিন্ন দেশে। মূলত সকল দেশের বাঙ্গালীদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পালা গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। শহরের পহেলা বৈশাখে আধুনিকতার ছোঁয়া লাগলে গ্রাম গঞ্জের পহেলা বৈশাখে এখনো দেখা মেলে মাটির হাড়ির। পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট আয়োজন করে বিশাল মঙ্গল শোভাযাত্রার । ঢাকার বৈশাখ মানে মঙ্গল শোভাযাত্রা আর রমনার বটমূলের গান। বর্ষবরণ উৎসবে বাঙালিরা তাদের জাতিসত্তার কৃষ্টি তুলে ধরে বিশ্ববাসীর কাছে। বৈশাখের পান্তা ভাত আর ইলিশ ভাজার আয়োজন করা হয় ঘরে ঘরে। বৈশাখে পুরুষেরা পরিধান করে পাঞ্জাবি আর ফতুয়া আর রমণীদের পড়তে দেখা যায় শাড়ি। বৈশাখ যেন বাঙ্গালীদের এক প্রাণের উৎসব। সবাইকে "AS Android" পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। এ বৈশাখে আপনাদের জন্য আমাদের ছোট্ট আয়োজন। পহেলা বৈশাখের শুভেচ্ছা পোস্টারের free plp file ডাউনলোড করে আপনার মত করে ব্যবহার করুন। ব্যবহারে কোন সমস্যা দেখা দিলে পহেলা বৈশাখের পোস্টার ডিজাইন শিরোনামের ভিডিওটি দেখে নিন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আপনি চাইলে পহেলা বৈশাখের শুভেচ্ছা পোস্টার ডিজাইনটি ডাউনলোড করে নিজের মত ইডিট করে ব্যবহার করতে পারেন।
Shuvo Noboborsho Bangali New Year poster design plp file
Learn How To Make Bengali New Year poster 2021 shuvo noboborsho 1828. Brand new plp file design in Pohela Boisakh poster design. Shuvo Noboborsho to All.
0 Comments