রমজানের পোস্টার ডিজাইন ২০২১
পবিত্র রমজান মাস শুরু হয় বুধবার ২০২১ সালের ১৪ এপ্রিল।
পবিত্র মাহে রমজান
চাঁদ দেখার মাধ্যমে শুরু হয় মাহে রমজানের রোজা। রোজার ইফতার এবং সেহরির সময়সূচি ঘোষণা করে। রমজান যেন ঈদুল ফিতর এর আরেক নাম। রমজান শুরু হলেই শুরু হয়ে যায় ঈদের প্রস্তুতি। মুমিনগণ আল্লাহর সন্তুষ্টি জন্য পুরো রমজান জুড়ে রোজা রাখে। রাখেন না তারা বিরত থাকেন সকল প্রকার পাপ কাজ থেকে। রমজানের পুরো মাস জুড়ে বান্দা তার সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য নানারকম নফল ইবাদত করে থাকে। রমজানের মাধ্যমে বিত্তশালীরা দুস্থ অসহায় অনাহারের কষ্ট বুঝতে পায়। রমজান তাদের ত্যাগের মহিমা শিখিয়ে যায়। রমজান এলে চারদিকে ছেয়ে যায় রমজানের শুভেচ্ছা পোস্টার দিয়ে। বিভিন্ন সংগঠন থেকে বিলি করা হয় ইফতার, সেহেরী ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। দোকান গুলো ভরে যায় রমজানের দ্রব্যাদি দিয়ে। কেনা হয় সেহরি ও ইফতারের সময় সূচির ক্যালেন্ডার।
রোজার রাখার বৈজ্ঞানিক উপকারিতা
২০১৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান জাপানের অটোফেজি গবেষক ইয়োশিনোরি ওহশোমি। অটোফেজি হচ্ছে এমন এক প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কোষ ক্ষতিকর পদার্থ ঝিল্লির মাধ্যমে ছাকন করে এবং সুস্থ কোষ তৈরিতে সহায়তা করে। এর মাধ্যমে আমাদের শরীরে রোগ সৃষ্টিকারী বিভিন্ন ক্ষতিকর কোষ ধ্বংস হয়ে যায়। রোজা রাখলে আমাদের শরীরে অটোফেজ প্রক্রিয়া চলমান থাকে এবং আমাদের শরীরের বিভিন্ন ক্ষতিকর কোষ ধ্বংস হয়ে যায়।
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে "AS Android" পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হলাম। ডিজাইন টি ব্যবহারে কোন রুপ সমস্যা হলে "রমজানের পোস্টার ডিজাইন" শিরোনামের ভিডিওটি দেখে নিন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
আপনি চাইলে রমজানের শুভেচ্ছা পোস্টার ডিজাইনটি ডাউনলোড করে নিজের মত ইডিট করে ব্যবহার করতে পারেন।
Ramadan poster design plp file
Learn How To Make Ramadan Poster design and use my PLP. Download my Free Ramadan Poster design PLP poster design. Ramadan Mubarak 2021 for everyone.
4 Comments
H, Md Mostafa
ReplyDeleteH, Md Mostafa
ReplyDeleteH, Md Mostafa
ReplyDeleteজাহিদুল ইসলাম
ReplyDelete