পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন ২০২১ | Eid poster design 2021
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। ঈদ-উল ফিতর এবং ঈদ-উল আযহার মধ্যে ঈদ-উল ফিতর তুলনামূলক বেশি জাঁকজমক হয়ে থাকে। মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর আসে এই ঈদ তাই ঈদের মহিমা একটু বেশি। ঈদ-উল-আযহা কোরবানির মাধ্যমে আমাদেরকে যেমন আমাদের মনের পশুকে কোরবানি করা শেখায় তেমনি ভাবে ঈদ-উল-ফিতর শেখায় ত্যাগের মহিমা।
রমজানের শেষে ঈদ আসে
রমজানে প্রত্যেক মুমিন মুসলমান সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজেদেরকে পানাহার ও সকল প্রকার ভোগ বিলাসিতা থেকে বিরত রাখে। দীর্ঘ এক মাস চলে তাদের এই ত্যাগ। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যেক মুমিনের রোজার মাধ্যমে এ মাসে নিজেকে পরিশুদ্ধ করে। রমজানের অনেক মহিমা থাকলেও এর বৈজ্ঞানিক উপকারিতা কম নয়। রোজার মাধ্যমে আমাদের পাকস্থলী খালি থাকে যার ফলে পাকস্থলীতে সৃষ্ট বিভিন্ন জীবাণু এই সময় ধ্বংস হয়ে যায় । রোজার মাধ্যমে অনেকেই বিভিন্ন রোগ থেকে মুক্তি পায়। রমজানের মাধ্যমে ধনীরা গরিব-দুঃখীদের কষ্ট বুঝতে পারে। যার ফলে গরিব দুঃখী অসহায়দের পাশে সমাজের সম্ভ্রান্তরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
ঈদ-উল-ফিতর
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। দীর্ঘ এক মাসের রোজার সকল ত্যাগ-তিতিক্ষা শেষ হয় ঈদের মাধ্যমে। ঈদের দিন ধনীরা ফিতরা দিয়ে থাকে। সকাল সকাল মিষ্টিমুখ করে মুমিন-মুসলমানরা ঈদগাহে উপস্থিত হয়। ঘরে ঘরে রান্না করা হয় বিভিন্ন মিষ্টান্ন পায়েস ফিরনি লাচ্ছা সেমাই সহ বিভিন্ন সুস্বাদু খাবার। এদিন ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করে। ঈদুল ফিতরের তাৎপর্য প্রত্যেকটি মুমিন মুসলমানের জীবনে অপরিসীম।
As Android- এর পক্ষ থেকে সবাইকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।
মাহে রমজানের পোস্টার ও ক্যালেন্ডার ডিজাইন এর পর এবার আপনাদের সামনে হাজির হলাম ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন টিউটোরিয়াল নিয়ে।
আপনি চাইলে ঈদের প্রিমিয়ার পোস্টার ডিজাইন টা অর্ডার করতে পারেন অথবা আপনার কাস্টম ডিজাইন তৈরি করে নিতে পারেন। অর্ডার এর সমস্যা হলে "প্রিমিয়াম ডিজাইন অর্ডার" শিরোনামের ভিডিওটি দেখে নিতে পারেন।
ধন্যবাদ
Design Code : #AS010
Formate: .PLP
Useable app: Pixellab
File size: 2338x3264px
Colour: RGB
Print Ready: Yes
Costomize Price: 25BDT
Designer: AS Android
1 Comments
সবাইকে ঈদের শুভেচ্ছা
ReplyDelete