রমজানের ক্যালেন্ডার ডিজাইন ২০২১
পবিত্র রমজান মাস শুরু হয় বুধবার ২০২১ সালের ১৪ এপ্রিল।
পবিত্র মাহে রমজান
মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আসে পবিত্র মাহে রমজানের ৩০ দিন রোজার পর। মাহে রমজানের এই ৩০ দিন সকল মুসলিম উৎসবমুখর পরিবেশে পালন করে। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত প্রত্যেকটি মুমিন-মুসলিম নিজেকে পানাহার ও সকল ধরনের ভোগ থেকে বিরত রাখে। রমজানের এই প্রতিদিন যেন মুসলমানদের কাছে এক একটি উৎসবের দিন।রমজানের সেহরি
রাতে কাফেলার ডাকে সবার ঘুম ভাঙ্গায় তারপর পরিবারের সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে খাওয়া হয় সেহেরী। আর সেহেরির শেষ সময় জানার জন্য মায়ের ফোনেও দেওয়া হয়েছে পকেট ক্যালেন্ডার সেখান থেকে মা সহজেই দেখে নিচ্ছে নিজ জেলার সেহরির সময়। বাসার বড় থেকে শুরু করে ছোটরাও বাদ যায়না সেহরি খাওয়া থেকে। ছোট খুকি টেনে উৎসাহ যেন সবার চেয়ে বেশি তাকে না ডাকলে পরের দিন তো এলাহি কাণ্ড ঘটে যায়।রমজানের ইফতার
ইফতার তো আরেক উৎসবের নাম। সেহরির মতোই ইফতার থাকেনা কোন আয়োজনের কমতি। সারাদিন ইবাদত বন্দেগির মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখার পর শুরু হয় এবারের আয়োজন। ফিরনি পায়েস মিষ্টান্ন খেজুরইফতারি। বাড়ির বড়দের সঙ্গে বসে যায় ছোট্ট খুকুটিও। এবার এবার ইফতারের সময় হয়েছে জানার জন্য বাসার তরুণ ছেলেটি তার পকেট থেকে প্যাকেট ক্যালেন্ডারটি বের করল ঝটপট দেখে নিল ইফতারের সময়।
রমজানের শিক্ষা
রমজান আমাদের কি শিক্ষা দেয় মিতব্যয়ী হওয়ার জন্য। রমজানে আমরা বুঝতে পারি অনাহারীদের কষ্ট। রমজান শেখায় আমাদের ত্যাগের মহিমা। তাই রমজানে ধনী-গরিব সবাই সকল ভেদাভেদ ভুলে এক হয়ে যায়। সম্ভ্রান্ত পরিবারে যেমন পত্র-পত্রিকায় পোস্টার এর মাধ্যমে রমজানের শুভেচ্ছা জানাই তেমনি দাঁড়ায় গরিব-দুঃখীদের পাশে। সেহরি ও ইফতারের সময় পাশের বাসার দোস্ত পরিবারকে পাঠিয়ে দেওয়া হয় তাদের সেহেরী ও ইফতার। এভাবে রমজান আমাদের শিক্ষা দেয় সকল ভেদাভেদ ভুলে এক হয়ে যাওয়ার। রমজানের ৩০ দিন রোজা শেষে ধনী-গরিব সবাই ঈদের মাঠে এক কাতারে দাঁড়িয়ে এক হয়ে যায়।
আপনিও দাঁড়ান আপনার পাশের বাসার দুঃস্থ পরিবারের পাশে। রমজানে আপনার জন্য আমাদের ছোট্ট এই আয়োজন। আপনি নির্বিঘ্ন ভাবে সেহরি ও ইফতারের সময়সূচী যেন জানতে পারেন তাই তৈরি করা হয়েছে এই পকেট ক্যালেন্ডার। সব জেলার যে কেউ ক্যালেন্ডারটির মাধ্যমে ইফতার এবং সেহরির সময়সূচী খুব সহজেই জানতে পারবেন। সবাইকে "AS Android" এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
রমজানের পকেট ক্যালেন্ডারটি ডাউনলোড করে খুব সহজে ব্যবহার করুন। এটি ব্যবহার করে যেকোনো জেলার সেহরি ও ইফতারের সময় সহজে পেয়ে যাবেন।
Ramadan calander design pdf file
Learn How To Make Ramadan calander design and use my PLP. Download my Free Ramadan calander design PLP. Ramadan Mubarak 2021 for everyone.
File Details
Formate: PDF
0 Comments